গরমে উষ্ণতাজনিত অনেক অসুখ প্রতিরোধ করতে সক্ষম রসুন।



কাঁচা রসুন খেলে সর্দি, কাশি, জ্বর থেকে নিস্তার মেলে।



অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন। ফ্রি ব়্যাডিকলসের সঙ্গে লড়াই করতে সক্ষম।



রসুন নানা ভিটামিনে সমৃদ্ধ। তাই বহু রোগ আটকায়।



উচ্চ রক্তচাপের উপসর্গ কমাতে সাহায্য করে রসুন।



রসুন খিদে বাড়ায়। মুখের স্বাদহীনতা দূর করে।



লিভারকে শক্তিশালী করতে কাঁচা রসুন খুবই কার্যকরী।



রান্নায় রসুন ছাড়াও সকালে খালি পেটে ২ টি কোয়া চিবিয়ে খান।