শেষ পাতে মিষ্টি ছাড়া যেন খাওয়াটাই সম্পূর্ণ হয় না, যেকোনও খাবারের শেষে এক টুকরো মিষ্টি চাই চাই

তবে, আয়ুর্বেদ বিশেষজ্ঞরা (Ayurveda Experts) অবশ্য বলছেন অন্য কথা

তাঁদের মতে, শেষ পাতে নয়, বরং পেট ভরা খাবার খাওয়ার আগে মিষ্টি খেলে তা হজম হয় সহজে এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী

আয়ুর্বেদ (Ayurveda) বিশেষজ্ঞদের মতে, যেকোনও খাবার সঠিকভাবে হজম (Digestion) হওয়া জরুরি

কিন্তু কোনও খাবার যদি হজম প্রক্রিয়াতে বিঘ্ন ঘটায়, তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

এমনই একটি খাবার মিষ্টি। যা সঠিক সময়ে না খেলে হজম এবং স্বাস্থ্যের নানা সমস্যা দেখা দিতে পারে

মিষ্টি হজম হতে অনেক বেশি সময় নেয়, তাই এটি খাওয়া দরকার যেকোনও খাবারের আগে

তাঁদের মতে, মিষ্টি আমাদের স্বাদকোরকগুলিকে সক্রিয় করে ফলে অন্য যেকোনও খাবারের স্বাদ অনেক বেশি ভালো লাগে

শেষপাতে মিষ্টি খেলে তা হজম প্রক্রিয়ায় নানা সমস্যা তৈরি করে, এর ফলে অম্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকে

খাবারের শেষে মিষ্টি খেলে গা গোলানো, বমি ভাব এবং গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের