Image Source: PTI

প্রাচীনকাল থেকেই ভারতীয় সংস্কৃতির অঙ্গ যোগব্যায়াম।

Image Source: PTI

শক্তি বৃদ্ধি করতে এবং দীর্ঘদিন রোগমুক্ত থাকতে প্রাচীনকাল থেকেই যোগব্যায়ামের উপর ভরসা করা হয়।

Image Source: PTI

মানসিকভাবে সুস্থ রাখে যোগব্যায়াম। এই কারণেই ইদানিং যোগব্যায়াম ও ধ্য়ান পশ্চিমের দেশগুলিতেও জনপ্রিয়।

Image Source: PTI

ঘুমের সমস্যা, ইনসমনিয়ার মতো রোগের ক্ষেত্রেও যোগ অভ্যাস সাহায্য করে।

Image Source: PTI

কিছু কিছু যোগব্যায়াম রয়েছে প্রতিদিন নিয়ম করে অভ্যাস করলে ঘুম আসার সমস্যায় লাগাম পরাতে সাহায্য করে।

Image Source: PTI

বিপরীত করণি। শুয়ে, কোমর থেকে পা উপরে তুলে রাখতে হবে।

Image Source: pixabay

সুপ্ত বদ্ধ কোনাসন। ঘুমের সমস্যা মেটাতে সাহায্য করে।

Image Source: pixabay

বলাসন। ঘুম না আসা, ঘুমের ব্যাঘাতে সুরাহা দেয় এই আসন

Image Source: pixabay

শবাসন, চিৎ হয়ে ঘুমের মতো শুয়ে থাকতে হবে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।