কোনও ব্যাঙ্কে ঋণ নিতে গেলে দেখা হয় এই স্কোর। এই নম্বরের ওপর নির্ভর করে আপনার ঋণের সুদের পরিমাণ।
সোজা কথায় সিবিল স্কোর যত ভাল হবে, তত কম সুদে ঋণ পাবেন গ্রাহক। এই নম্বর খারাপ হলে ঋণ পাওয়া কঠিন হবে।
সিবিল স্কোর রিপোর্টে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, চাকরি সংক্রান্ত বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পুরোনো ঋণের তথ্য রয়েছে।
বিমা কোম্পানিগুলোও আজকাল এই স্কোর দেখে। CIBIL স্কোরের পরিধি হয় (0-900)।
সিবিল স্কোর 550 হল খুব খারাপ ধরা হয়। সেই ক্ষেত্রে 550-650 কে খারাপ বলেই গণ্য করা হয়।
তবে কারও সিবিল 650-750 হলে মোটামুটি স্কোর ধরে ব্যাঙ্ক। 750-কে আগের থেকে ভাল ধরা হয়।
কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিবিল স্কোরের পরিধি 1 থেকে 10 পর্যন্ত থাকে। সেই ক্ষেত্রে কোনও প্রতিষ্ঠানের সিবিল স্কোর ১ হলে সবথেকে ভাল।
কারও সিবিল10 হলে সবথেকে খারাপ। যদি আপনি আগে কোনও ঋণ না নিয়ে থাকেন তাহলে আপনার CIBIL স্কোর শূন্যের নিচে চলে যাবে।
যদি আপনি সময়মতো ঋণ পরিশোধ করেন, তাহলে CIBIL স্কোর 750 বা তার বেশি হবে।