গ্রাহকদের টাকা হাতাতে নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। স্টেট ব্যাঙ্কের নামে গ্রাহককে পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা।
একবার জালিয়াতদের ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা হবে আপনার। সেই ক্ষেত্রে কীভাবে বুঝবেন ব্যাঙ্ক থেকে বার্তা এসেছে ?
সম্প্রতি গ্রাহকদের প্রতারকদের হাত থেকে রক্ষা করতে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক । যেখানে বলা হয়েছে, অজানা কারও বার্তায় কোনও পদক্ষেপ নেবেন না।
এর জন্য আপনাকে অবশ্যই বার্তায় সংক্ষিপ্ত কোড দেখতে হবে, যা এসবিআই / এসবি দিয়ে শুরু হয়। যেমন SBIBNK, SBIINB, SBOPSG, SBINO।
এসবিআই তার গ্রাহকদের বলেছে যে কোনও ব্যক্তিগত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, বা কোনও সংবেদনশীল তথ্য বার্তার মাধ্যমে শেয়ার করবেন না।
এসবিআই কখনোই গ্রাহকদের ইমেইল, এসএমএস বা ফোন কলের মাধ্যমে KYC আপডেট করতে বলে না
অচেনা অজানা কোনও লিঙ্ক থেকে ব্যাঙ্কের নাম করে কোনও বার্তা এলে এড়িয়ে যান।