কেটে ছিঁড়ে যাওয়ার পরই
মলম লাগানো উচিত কী?


কী কী পদক্ষেপ এড়ানো
উচিত জেনে নিন


কেটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে
ক্ষতস্থানে কিছু লাগাবেন না


আগে ক্ষতস্থান ভাল ভাবে
পরিষ্কার করতে হবে


সেলাইয়ের প্রয়োজন থাকলে
দীর্ঘ ক্ষণ ফেলে রাখবেন না


ক্ষতের উপর ফুঁ দেবেন না,
ব্যাকটিরিয়া সংক্রমণ হতে পারে


হাইড্রোজেন পারক্সাইড বা
আয়োডিন লাগাবেন না


ক্ষত চেপে ধরে ময়লা বের করবেন না,
এতে টিস্যুর ক্ষতি হয়


ক্ষতের গভীরে কিছু গেঁথে
থাকলে নিজে নিজে তুলবেন না


আঘাত গুরুতর হলে
নিজে পরিষ্কার না করাই ভাল


ক্ষত থেকে মাংস পড়ে গেলে
তা ফের বসাতে যাবেন না চেপে


ব্যান্ডেজ বাঁধার পর
বার বার খুলবেন না


এ ব্যাপারে অবশ্যই
চিকিৎসকদের পরামর্শ নিন