যে কোনও ক্যান্সারেই প্রথমে জানা যায় না কী হয়েছে ?

Image Source: pexels

ধরা পড়তে অনেকক্ষেত্রেই দেরি হয়ে যায়।

Image Source: pexels

যার জন্য রোগীর চিকিৎসাও করা সম্ভব হয় না।

Image Source: pexels

কিন্তু ব্রেন ক্যান্সার হলে, কিছু লক্ষণ সতর্ক করে দেয়।

Image Source: pexels

ব্রেন ক্যান্সারের লক্ষণ টিউমারের অবস্থান ও আকারের উপর নির্ভর করে।

Image Source: pexels

ব্রেন ক্যান্সারের আগে মাথায় চাপ পড়ে,তীব্র মাথা ব্যথা হয়।

Image Source: pexels

এছাড়াও ব্রেন ক্যান্সারে বমি ভাব কিংবা বমি হতে পারে।

Image Source: pexels

দৃষ্টিশক্তির ক্ষয় ও পক্ষাঘাতও হতে পারে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels