উচ্চ রক্তচাপের রোগীরা কি জিম যেতে পারেন ?

Image Source: pexels

মূলত উচ্চ রক্তচাপ থাকলে একাধিক বিষয়ে সতর্কতা আসে।

Image Source: pexels

তবে হ্যাঁ , উচ্চ রক্তচাপের রোগীরা জিম যেতে পারেন।

Image Source: pexels

উচ্চ রক্তচাপ থাকলে জিমে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

Image Source: pexels

জিম করার সময় ব্যথা অনুভব করলে অবিলম্বে ব্যায়াম বন্ধ করুন।

Image Source: pexels

জিমে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Image Source: pexels

মূলত উচ্চ রক্তচাপের রোগীদের অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়।

Image Source: pexels

অন্যদিকে, কিছু ব্যায়ামে মাথা নিচে রাখলে প্রভাব পড়তে পারে।

Image Source: pexels

উচ্চ রক্তচাপ থাকলে দৈনন্দিন জীবন ও ব্যায়ামে পরিবর্তন আনতে হবে

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ।

Image Source: pexels