জেনে কেউ জাল ওষুধ খায় না, তবে অজান্তে খেলেও ভুগতে হয়।

Image Source: pexels

কম দামে বেশি লাভ করার জন্য নকল ওষুধ বাজারে বিক্রি করা হয় !

Image Source: pexels

নকল ওষুধ তৈরি করা হয়, যাতে সেগুলি আসলের মতো দেখায়

Image Source: pexels

নকল ওষুধ খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ।

Image Source: pexels

যার ফলে ত্বকে লাল দাগ, চুলকানি, প্রদাহ হতে পারে।

Image Source: pexels

নকল ওষুধ খেলে আপনার শ্বাস নিতে অসুবিধা হতে পারে।

Image Source: pexels

নকল ওষুধ লিভার ও কিডনিকে গুরুতর ক্ষতি করতে পারে।

Image Source: pexels

বমি বমি ভাব, ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে।

Image Source: pexels

ক্যান্সারের মতো রোগে ভেজাল ওষুধ রোগীর প্রাণও নিতে পারে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ, এটি মানার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels