গালে যেমন ব্রণ হয়
কানেও গজিয়ে ওঠে ফুসকুড়ি


ঘরোয়া উপায়েই তা থেকে
মুক্তি মিলতে পারে


নিজে থেকে খোঁচাতে
যাবেন না একেবারেই


বরং গরম জলে ভেজানো
কাপড় নিঙড়ে চেপে ধরুন


১০-১৫ মিনিট রাখতে হবে,
দিনে একাধিক বার অভ্যাস করুন


জলের সঙ্গে মিশিয়ে
টি ট্রি অয়েল লাগাতে পারেন


অ্যালোভেরা জেল লাগিয়ে
রাখতে পারেন ফুসকুড়ির উপর


মধুও লাগাতে পারেন,
মধু ব্যাকটিরিয়া প্রতিরোধী


হলুদ বেটে নিয়ে
লাগাতে পারেন


অ্যাপল সাইডার ভিনিগারও
ব্যবহার করতে পারেন