কাঁধ ও ঘাড়ের ব্যথা কম করে এই ঘরোয়া উপায়

Published by: ABP Ananda
Image Source: Pexels

আজকালকার দৌড়ঝাঁপের আর চাপপূর্ণ জীবনে শরীরে ব্যথা হওয়াটা নতুন কিছু নয়

Image Source: Pexels

লোকজনদের শারীরিক কাজ করতে করতে অথবা বসেও শরীরের ভিন্ন ভিন্ন অংশে ব্যথা হতে পারে

Image Source: Pexels

বিশেষ করে কাঁধ ও ঘাড়ে ব্যথা নতুন কিছু নয়

Image Source: Pexels

কাঁধ ও ঘাড়ের ব্যথার জন্য এই ঘরোয়া প্রতিকার উপকারী।

Image Source: Pexels

কাঁধ ও কোমরের ব্যথার জন্য আপনি বরফের সেঁক বা হিটিং প্যাড ব্যবহার করতে পারেন

Image Source: Pexels

আসলে, বরফ ফোলা কমায়।

Image Source: Pexels

হিটিং প্যাড পেশি শিথিল করে।

Image Source: Pexels

আপনি স্ট্রেচ করলে এই ব্যথায় আরাম দেবে।

Image Source: Pexels

আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথা কমানোর জন্য ব্যথানাশক জেল লাগাতে পারেন।

Image Source: Pexels

এছাড়াও ল্যাপটপে কাজ করার সময় ঘাড় নিচু করুন, কাঁধ নয়।

Image Source: Pexels