গ্লুকোমা চোখের একটি গুরুতর রোগ, যা কালো ছানি নামেও পরিচিত।

Image Source: pexels

গ্লুকোমা তে চোখের ভিতরের চাপ বেড়ে যায়, এতে চোখের রেটিনা এবং অপটিক নার্ভের ক্ষতি হয়।

Image Source: pexels

যখন চোখের অনেক সমস্যার কারণে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে গ্লুকোমা বলে।

Image Source: pexels

গ্লুকোমা আক্রান্ত ব্যক্তির দেখতে সমস্যা হয় এবং এর কারণে সম্পূর্ণ অন্ধও হয়ে যেতে পারে।

Image Source: pexels

Image Source: pexels

গ্লুকোমা এর চিকিৎসা সময় মতো না করালে, মানুষ কিছুদিনের মধ্যেই অন্ধ হয়ে যেতে পারে।

Image Source: pexels

গ্লুকোমা হল অপটিক নার্ভের ধীরে ধীরে বাড়তে থাকা নিউরোডিজেনোরেটিভ রোগ।

Image Source: pexels

কিছু বিশেষজ্ঞের মতে, গ্লুকোমা থেকে অন্ধ হতে গড়ে ১৫ বছর লাগে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels