জিভের এমন রঙ শরীরে জলের অভাবের লক্ষণ।

Image Source: Freepik

এই কারণে আমাদের শরীর দ্রুত ডিহাইড্রেট হয়।

Image Source: Freepik

জিভের রঙ সাদা বা হলুদ হলে জল শূন্যতার লক্ষণ।

Image Source: Freepik

জল কম খেলে আমাদের জিভ শুকিয়ে যায়।

Image Source: Freepik

যখন এমন হয় তখন জিভে সাদা আস্তরণ পরে।

Image Source: Freepik

জলের অভাবে ক্লান্তি ও দুর্বলতা আসতে শুরু করে।

Image Source: Freepik

মাথা ব্যথা এবং গলা শুকিয়ে যেতে পারে।

Image Source: Freepik

তাই এমন কিছু হলে খেয়াল রাখা উচিত।

Image Source: Freepik

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: Freepik

এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik