দশ হাজার পা না হেঁটেও কীভাবে ফিট থাকা যায়? বিস্তারিত জেনে নিন।

Published by: ABP Ananda
Image Source: pexels

স্বাস্থ্যর জন্য প্রায়ই বলা হয় যে প্রতিদিন ১০,০০০ কদম হাঁটা দরকার।

Image Source: pexels

সত্যি বলতে কি, সুস্থ থাকতে শুধু হাঁটাচলাই কি একমাত্র উপায়?

Image Source: pexels

এই পরিস্থিতিতে, ১০,০০০ পদক্ষেপ না হেঁটেও কীভাবে সুস্থ থাকবেন, আমরা আপনাকে তা বলছি।

Image Source: pexels

বহু গবেষণায় দেখা গেছে যে 6000 থেকে 7000 পা হাঁটা যথেষ্ট হতে পারে

Image Source: pexels

সারাদিন হালকা কাজকর্ম যেমন সিঁড়ি দিয়ে ওঠা, ঝাঁটা দেওয়া বা বাগান পরিষ্কার করাও উপকারী।

Image Source: pexels

স্ট্রেন্থ ট্রেনিং করলেও পেশি শক্তিশালী হয়।

Image Source: pexels

এছাড়াও যোগ এবং প্রাণায়াম শরীর ও মন উভয়কে সুস্থ রাখে।

Image Source: pexels

সিঁড়ি দিয়ে ওঠা বা নিচু হয়ে কাজ করার ফলে শরীর নমনীয় থাকে।

Image Source: pexels

একই সঙ্গে ছোট বিরতি নিয়ে সামান্য হাঁটাচলা করলে রক্ত ​​সঞ্চালন ভাল হয়।

Image Source: pexels