হাই তোলা একটি সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া, যা প্রত্যেক মানুষ করে।

Image Source: pexels

ঘুম এলে বা আমরা ক্লান্ত হয়ে গলে, তখন প্রায়শই হাই তুলতে শুরু করি।

Image Source: pexels

মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছলে হাই ওঠে, গভীর শ্বাস নেয় মানুষ।

Image Source: pexels

যাতে আমাদের মস্তিষ্কে আরও বেশি অক্সিজেন সরবরাহ করা যায়।

Image Source: pexels

একটানা একই জায়গায় বসলে বা বদ্ধ জায়গায় থাকলে হাই ওঠে।

Image Source: pexels

গরম আর আর্দ্র পরিবেশে মানুষ বেশি হাই তোলে।

Image Source: pexels

চিন্তা বা উদ্বেগেও শরীর বার বার হাই তুলতে থাকে।

Image Source: pexels

কিছু ঔষধের প্রভাবও হাই তোলার কারণ, যেমন ডিপ্রেশনের ওষুধ।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels