সুস্থ থাকতে

চিকিৎসকদের পরামর্শ মতো আমরা বিভিন্ন রোগজ্বালার মোকাবিলা করতে ওষুধ খাই

ওষুধ খাওয়ার নিয়ম!

ট্যাবলেট হোক বা ক্যাপসুল, খাবার নির্দিষ্ট নিয়ম রয়েছে

গিলতে কষ্ট?

অনেকেই আছেন যাঁরা বড় ট্যাবলেট গিলতে পারেন না বলে ভেঙে দু'টুকরো করে নেন

কী বলছে নিয়ম?

যদিও চিকিৎসকেরা বলছেন, সব ওষুধ ভেঙে খাওয়া যায় না

খেয়াল থাকুক

চিকিৎসকেরা বলছেন, যে ওষুধের মাঝে দাগ কাটা থাকে, শুধু সেগুলোই ভেঙে খাওয়া যায়

দাগ মেনে

ওষুধে দাগ কাটা না থাকলে সেই ওষুধ ভেঙে খাবেন না, পরামর্শ চিকিৎসকদের

পড়ে নিন

ওষুধের স্ট্রিপে এক্সটেন্ডেড রিলিজ কথাটি লেখা থাকলে খাওয়ার সময় ভাঙবেন না

কার্যকারিতা কমে!

সব ওষুধ ভেঙে খেলে তার কার্যকারিতা সমান নাও থাকতে পারে

মেনে চলুন

চিকিৎকদের পরামর্শ মেনে ওষুধ সেবন করা উচিত

সময় বুঝে

যে ওষুধ যে সময়ে খাওয়ার, সেই সময়েই খান, সময়টা গুরুত্বপূর্ণ, বলছেন চিকিৎসকেরা (ছবি - পিক্সঅ্যাবে)