কফিতে ক্যাফিন থাকে, যা রক্ত সঞ্চালন উদ্দীপিত করে।

Image Source: pexels

যখন এটি মুখে লাগান তখন এটি রক্তের প্রবাহ বাড়ায়।

Image Source: pexels

এছাড়াও কফিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে।

Image Source: pexels

যা মূলত ত্বকের ফোলাভাব কমিয়ে দেয়।

Image Source: pexels

কফিকে স্ক্রাব হিসেবেও ব্যবহার করা হয়।

Image Source: pexels

কফির স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করে ও ত্বককে মসৃণ করে।

Image Source: pexels

কফিতে ক্যাফিন থাকে যা পিগমেন্টেশন দূর করে।

Image Source: pexels

ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে কফি।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels