ল্যাকটোজ ইনটলারেন্টের সমস্যায় যারা ভুগছেন, তাঁরা দুধ হজম করতে পারেন না।

Image Source: pexels

যার ফলে পেট ব্যথা, গ্যাস ও ডায়ারিয়া পর্যন্ত হতে পারে।

Image Source: pexels

দুধের থেকে অ্যালার্জির সমস্যা থাকলে চামড়ায় ফুসকুড়ি, ফোলাভাব দেখা দিতে পারে।

Image Source: pexels

অ্যাজমার রোগীদের দুধ শ্লেষ্মা বাড়িয়ে সমস্যা দিতে পারে।

Image Source: pexels

মাইগ্রেন থেকে আক্রান্ত ব্যক্তিদের দুধ থেকে সমস্যা হতে পারে।

Image Source: pexels

পেটে অ্যাসিডের সমস্যা যাদের, দুধ খেলে তাদের প্রদাহ হতে পারে।

Image Source: pexels

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফুল ফ্যাট দুধ রক্তে শর্করার মাত্রা প্রভাবিত করতে পারে।

Image Source: pexels

হৃদরোগীদের উচ্চ ফ্যাটযুক্ত দুধ ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels