ধনে বীজ পেটের গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

Image Source: pexels

এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

Image Source: pexels

ধনে বীজ শরীরে খারাপ কোলেস্টেরল কমায়।

Image Source: pexels

ধনে বীজ ভালো কোলেস্টেরল বাড়ায়।

Image Source: pexels

ধনে পাতা জল পান করলে মেটাবলিজম বাড়ে।

Image Source: pexels

ধনে বীজের জন্য ফ্যাট বার্নিং বাড়ে।

Image Source: pexels

উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলো বলিরেখা ও ব্রণ কমাতে সাহায্য করে।

Image Source: pexels

এটি চুল পড়া বন্ধ করে এবং মাথার ত্বককে পুষ্টি যোগায়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels