স্ট্রোকে মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়।

Image Source: pexels

মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন ও পুষ্টির অভাবে মারা যেতে শুরু করে।

Image Source: pexels

স্ট্রোক হওয়ার আগে শরীর অনেক সতর্কবার্তা দিতে শুরু করে।

Image Source: pexels

হঠাৎ মুখ, হাত বা পায়ে অসাড়তা অনুভব হয়।

Image Source: pexels

কথা বলতে অসুবিধা হয়, উচ্চারণে সমস্যাও একটা লক্ষণ।

Image Source: pexels

এক বা উভয় চোখের দৃষ্টি হঠাৎ ঝাপসা হয়ে আসে।

Image Source: pexels

চলার সময় ভারসাম্য হারিয়ে যায়, মাথা ঘোরে।

Image Source: pexels

মুখের এক পাশ বেঁকে যায়, মুখ নিচের দিকে ঝুলে যায়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels