ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া ভিটামিনের অভাবে হতে পারে।

Image Source: pexels

শরীর এবং ত্বক উভয়েরই প্রয়োজনীয় পুষ্টির প্রয়োজন হয়।

Image Source: pexels

ভিটামিন বি১২ কে কোবালামিন নামেও জানা যায়।

Image Source: pexels

এটি আমাদের শরীরে রং মেলানিনের কারণে আসে।

Image Source: pexels

মেলানিনই ত্বকের সাদা বা কালো হওয়ার জন্য দায়ী।

Image Source: pexels

ভিটামিন বি১২ এর অভাব পূরণ করতে দুগ্ধজাত খাবার খান।

Image Source: pexels

যেমন পণ্য যেমন দুধ, দই, পনির খেতে পারেন।

Image Source: pexels

পাশাপাশি আপনি সবুজ শাকসবজিও অন্তর্ভুক্ত করুন।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels