ঘুম সম্পূর্ণ না হলে এই ক্ষতিগুলো হয়

Published by: ABP Ananda
Image Source: pexels

ঘুম কেবল বিশ্রামের সময় নয়, এটি আমাদের শরীর ও মস্তিষ্কের মেরামতির প্রক্রিয়া।

Image Source: pexels

যখন আমরা পর্যাপ্ত ঘুমাই না, তখন এর প্রভাব শুধু ক্লান্তিতে সীমাবদ্ধ থাকে না।

Image Source: pexels

আমাদের একাগ্রতা, মেজাজ, স্মৃতিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এমনকি হৃদরোগও প্রভাবিত হয়

Image Source: pexels

আসুন জেনে নিই ঘুমের অভাব আমাদের শরীর মন এবং জীবনের উপর কী কী খারাপ প্রভাব ফেলে

Image Source: pexels

ঘুমের অভাবে মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়

Image Source: pexels

অপূর্ণ ঘুম থেকে মুড অস্থির থাকে এবং ছোটখাটো বিষয়ে রাগ বা দুঃখ হয়

Image Source: pexels

ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি জমা করে, ঘুম সম্পূর্ণ না হলে স্মৃতিভ্রংশ হতে পারে।

Image Source: pexels

ঘুমের অভাবে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়

Image Source: pexels

অবিরাম কম ঘুমের কারণে ব্লাড প্রেশার এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে

Image Source: pexels