কলা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।

Image Source: pexels

এটি শক্তির একটি ভালো উৎস ।

Image Source: pexels

পুষ্টি উপাদান ভরপুর হলেও কলা তেজস্ক্রিয়ও হয়।

Image Source: pexels

কলার মধ্যে পটাশিয়াম উচ্চ স্তরে থাকে।

Image Source: pexels

এতে সামান্য পরিমাণে তেজস্ক্রিয়তাও থাকে।

Image Source: pexels

তবে পরিমাণ নগণ্য হওয়ায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

Image Source: pexels

পটাশিয়ামের সামান্য অংশ তেজস্ক্রিয়, যা পটাশিয়াম-40 নামে পরিচিত।

Image Source: pexels

কলাতে পটাশিয়াম, ফাইবার, ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদয়ের যত্ন নেয়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels