শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ হৃদপিণ্ড।

Image Source: pexels

যে শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে।

Image Source: pexels

মানুষের মৃত্যুর পরেও কিছু সময় ধরে হৃদস্পন্দন চলে।

Image Source: pexels

কখনো কখনো এটা কয়েক মিনিট ধরেও চলে।

Image Source: pexels

১০ মিনিট পর্যন্তও ধড়ফড় করতে পারে।

Image Source: pexels

মস্তিষ্কের মৃত্যুর পরেও হৃদস্পন্দন সম্ভব।

Image Source: pexels

কিছু সময়ের জন্য ভেন্টিলেটরের সাহায্যে।

Image Source: pexels

এতে রক্ত ​​প্রবাহ বজায় রাখা যেতে পারে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels