ডাল সিদ্ধ করলেই জলে ফেনা হয় কেন? কী বলছে বিজ্ঞান?

Published by: ABP Ananda
Image Source: pexels

ডাল আমাদের দৈনিক খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা খাওয়া খুবই স্বাস্থ্যকর বলে মনে করা হয়

Image Source: pexels

এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং মিনারেল প্রচুর পরিমাণে থাকে, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে

Image Source: pexels

প্রায়শই দেখা যায় যে, ডাল সিদ্ধ বা রান্না করার সময় ফেনা তৈরি হয়

Image Source: pexels

আসুন জেনে নেওয়া যাক ডাল সেদ্ধ করার সময় ফেনা কেন হয়

Image Source: pexels

ডাল সেদ্ধ করার সময় ফেনা ডালের মধ্যে থাকা একটি যৌগের কারণে তৈরি হয় যা শরীরের ক্ষতি করতে পারে

Image Source: pexels

ডালে বিদ্যমান স্যাপোনিনের কারণে ফেনা তৈরি হয়, এর মধ্যে স্যাপোনিন নামক একটি গ্লাইকোসাইড থাকে

Image Source: pexels

এই যৌগটি জলের সংস্পর্শে এলে দ্রবীভূত হয়, তারপর ফোটানোর সময় এটি বাতাসকে আটকে রাখে এবং ফেনা তৈরি করে

Image Source: pexels

এই ফেনা খেলে পেট ও হজমের সমস্যা হয় যেমন পেট ফাঁপা, বদহজম, বুক জ্বালা ইত্যাদি

Image Source: pexels

সেই কারণে ডাল ফুটিয়ে নিতে হয় যাতে ক্ষতিকারক কোনও পদার্থ তাতে আর থেকে না যায়

Image Source: pexels