বর্ষাকালে চুল নিয়ন্ত্রণে রাখা এমনিতেই কঠিন। তার ওপর যদি একেবারে কোঁকড়ানো চুল হয়, তাহলে তো আরওই সমস্যা! কীভাবে নেবেন যত্ন?

Published by: ABP Ananda

চুল নিয়ম করে শ্যাম্পু দিয়ে ধুতে ভুলবেন না। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখুন।

Published by: ABP Ananda

শ্যাম্পুর পর অবশ্যই মনে রাখবেন কন্ডিশনার ব্যবহার করার কথা। চুলের রুক্ষভাব কমাতে সাহায্য করে।

Published by: ABP Ananda

বর্ষায় চুল শুষ্ক হয়ে যায় বেশি। কিন্তু এই সময়ে ঘনঘন তেল না দেওয়াই ভাল চুলে। বদলে জেল সিরাম ব্যবহার করতে পারেন।

Published by: ABP Ananda

বৃষ্টির সময়ে স্ট্রেটনিং ট্রিটমেন্ট না করাই ভাল। খুব ভাল ফল মেলে না এই সময়ে। টাকাও খরচ হবে, চুলও নষ্ট হবে।

Published by: ABP Ananda

এই সময়ে চুলে রং করাও এড়িয়ে গেলেই ভাল। রং করার আগে যে ব্লিচিং পদ্ধতি হয়, তাতে চুল আরও রুক্ষ হয়ে যায়।

Published by: ABP Ananda

যদি চুলের রং বদলের মেকওভার প্রয়োজন পড়ে, তাহলে হাইলাইটস বা বেসিক কালার টাচ আপ করাতে পারেন।

Published by: ABP Ananda

আপনার কোঁকড়ানো চুলের আসলে যা দরকার তা হল হাইড্রেশন, প্রয়োজনীয় ফ্যাট এবং কিছু প্রোটিন যা কিউটিকল বাঁধতে এবং মেরামত করার জন্য।

Published by: ABP Ananda

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ।

Published by: ABP Ananda

প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda