সকালে কাদের লেবুজল পান করা উচিত না?

Published by: ABP Ananda
Image Source: pexels

লেবুজলকে ডিটক্স পানীয় হিসাবে গণ্য করা হয় এবং ওজন কমানোর জন্য অনেকেই এই লেবুজল খান

Image Source: pexels

এতে ভরপুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস থাকে, যা শরীরকে সতেজ করে

Image Source: pexels

কিন্তু সকলের জন্য কিন্তু সকালে লেবু জল খাওয়া উপকারী নয়

Image Source: pexels

লেবুর অ্যাসিড পেটে জ্বালা বাড়াতে পারে এবং অ্যাসিডিটির সমস্যা হতে পারে

Image Source: pexels

পেট বা মুখের আলসার হলে লেবুর জল আরও জ্বালা সৃষ্টি করতে পারে

Image Source: pexels

লেবুর অ্যাসিড দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে

Image Source: pexels

লেবুজলের মধ্যে পটাশিয়াম থাকে, যা ব্লাড প্রেসারের ওষুধের সঙ্গে প্রতিক্রিয়ায় শরীরের ক্ষতি করতে পারে

Image Source: pexels

ডায়াবেটিস রোগীরা লেবুজলের সঙ্গে মধু মিশিয়ে পান করলে কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে

Image Source: pexels

অনকেই খালি পেটে লেবুজল খেলে বমি বমি ভাব, পেট ব্যথা অনুভব করতে পারেন

Image Source: pexels