সন্তানধারণের পরিকল্পনা করছেন? এই পরীক্ষাগুলো করিয়ে নিন

Published by: ABP Ananda
Image Source: pexels

গর্ভধারণ যে কোনও মহিলার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত

Image Source: pexels

গর্ভবতী মহিলাদের তাঁদের সন্তানের এবং নিজেদের বিশেষ যত্ন নিতে হয়

Image Source: pexels

গর্ভধারণের পরিকল্পনা করার আগে, চিকিৎসক প্রতি দম্পতিকে কিছু পরীক্ষা করার পরামর্শ দেন

Image Source: pexels

গর্ভধারণের পরিকল্পনা করার আগে কোন কোন পরীক্ষাগুলি করানো উচিত?

Image Source: pexels

প্রথমেই দম্পতির সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, যেমন রক্তচাপ, ডায়াবিটিস, থাইরয়েড, রক্তের গ্রুপ, সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) করানো উচিত

Image Source: pexels

গর্ভধারণের পরিকল্পনা করার আগে সাধারণ পরীক্ষার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যেতে পারে

Image Source: pexels

গর্ভধারণের পরিকল্পনা করার আগে মহিলাদের জেনেটিক স্ক্রিনিং করানোও জরুরি বলে মনে করা হয়

Image Source: pexels

এই পরীক্ষার মাধ্যমে অনেক ধরনের সমস্যা থেকে বাঁচা যেতে পারে

Image Source: pexels

গর্ভধারণের পরিকল্পনা করার আগে ইউরিন টেস্টও জরুরি

Image Source: pexels

ইউটিআই ও কিডনি সম্পর্কিত সমস্যা সনাক্তকরণের জন্য এই পরীক্ষা করা হয়

Image Source: pexels