শীতকালে চোখে হতে পারে মারাত্মক ক্ষতি, কীভাবে সুরক্ষিত থাকবেন?

Published by: ABP Ananda
Image Source: getty

গ্রীষ্মকালের চেয়ে শীতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে

Published by: ABP Ananda
Image Source: getty

এর প্রধান কারণ হল সূর্যের পৃথিবীর সাপেক্ষে ভিন্ন কোণে অবস্থান করা, যার ফলে আমরা বেশি আলো এবং অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসি

Published by: ABP Ananda
Image Source: getty

চক্ষুর কর্নিয়ার ক্ষতি, ছানি এবং ম্যাকুলার অবক্ষয় সবই অতিবেগুনি রশ্মির সংস্পর্শের ফলে হতে পারে

Published by: ABP Ananda
Image Source: getty

অতিবেগুনি রশ্মি ত্বকের শুষ্কতা, বলিরেখা, সুস্পষ্ট ত্বক, ভাঁজ, ঝুলে যাওয়া, স্থিতিস্থাপকতা হ্রাস এবং ছোপযুক্ত পিগমেন্টেশন সৃষ্টি করে

Published by: ABP Ananda
Image Source: getty

চোখের সামনের অংশ অতিবেগুনি রশ্মির ৯৯ শতাংশ শোষণ করে

Published by: ABP Ananda
Image Source: getty

শীতকালে আপনার চোখ রক্ষার কিছু টোটকা মেনে চলুন

Published by: ABP Ananda
Image Source: getty

হুডি দেওয়া জ্যাকেট বা টুপি শীতকালে চোখের জলকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে

Published by: ABP Ananda
Image Source: getty

চোখের সংবেদনশীল অঞ্চল রক্ষার জন্য চোখের চারপাশে ভাল মানের আই ক্রিম ব্যবহার করুন

Published by: ABP Ananda
Image Source: getty

চোখের জন্য সঠিক খাবার খাওয়া জরুরি, খাদ্যতালিকায় গাজর, মাছের তেল এবং সবুজ শাকসব্জি যোগ করুন

Published by: ABP Ananda
Image Source: getty

চশমা পরুন কারণ এটি আমাদের চোখকে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং চোখের শুষ্কতা প্রতিরোধে সহায়তা করে

Published by: ABP Ananda
Image Source: getty

চোখের ক্লান্তি কমাতে, নিয়মিত সময় অন্তর কম্পিউটার স্ক্রিন থেকে ছোট বিরতি নেওয়া চোখের জন্য দীর্ঘমেয়াদে উপকারী

Published by: ABP Ananda
Image Source: getty