শরীরে ভিটামিনের ঘাটতি? চিনিয়ে দেবে এই ৯ লক্ষণ

Published by: ABP Ananda
Image Source: Canva

জ্বলন অনুভূতি

পায়ের পাতা বা জিভে জ্বালাপোড়া ভিটামিন বি-১২ এর অভাবের ইঙ্গিত দেয়, এতে মাঝে মধ্যে ভারসাম্যহীনতা, শুষ্ক ত্বকের সমস্যাও হয়

Image Source: freepik

ভঙ্গুর চুল এবং নখ

বায়োটিনের অভাবে নখ ও চুল ভঙ্গুর হতে পারে, যা প্রধানত গর্ভবতী মহিলা বা হজম সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়

Image Source: freepik

মুখের ঘা

ভিটামিন বি অথবা আয়রনের অভাবে এটা হতে পারে, মুখের কোণে ঘা বা ফাটল দেখা যায় যাকে অ্যাঙ্গুলার কাইলাইটিস বলে

Image Source: Canva

মাড়ি থেকে রক্ত পড়া

ভিটামিন সি-এর অভাবে মাড়ি থেকে রক্তপাত হয়, টাটকা ফল ও সব্জি খাওয়া এটি প্রতিরোধ করে

Image Source: Canva

রাতে দৃষ্টি দুর্বলতা

ভিটামিন এ-এর অভাবে রাতকানা রোগ হতে পারে এবং চোখের সাদা দাগ (বিটস স্পট) দেখা দিতে পারে

Image Source: Canva

শল্কযুক্ত প্যাচ এবং খুশকি

ভিটামিন ও পুষ্টির অভাব, বিশেষ করে জিঙ্ক, নিয়াসিন এবং রাইবোফ্লাভিন, খুশকি ও সেবোরিক ডার্মাটাইটিস দেখা দেয়

Image Source: freepik

চুল পড়া

আয়রন, জিঙ্ক, বায়োটিন এবং ফ্যাটি অ্যাসিডের অভাবে চুল পাতলা হয়ে যেতে পারে বা সম্পূর্ণ ঝরে যেতে পারে

Image Source: Canva

ত্বকের ওপর লাল বা সাদা ফুসকুড়ি

ত্বকের উপরিভাগে ছোট ছোট গুটি তৈরি করা কেরাটোসিস পিলারিস ভিটামিন এ বা সি এর অভাবে হতে পারে

Image Source: Canva

অস্থির পা সিন্ড্রোম (আরএলএস)

ভিটামিন ও আয়রনের অভাব আরএলএসের সঙ্গে সম্পর্কযুক্ত; আয়রন সমৃদ্ধ খাবার এই সমস্যা কমাতে পারে

Image Source: Canva