অনেকেই আছেন যাঁরা এমনিতে খুব সাহসী। কিন্তু, কোনও উঁচু জায়গায় উঠলেই মনে কোথা থেকে ভিড় করে একরাশ ভয়। (ছবি সৌজন্য-পিক্সাবে)



আসলে এটা হল একধরনের মানসিক রোগ। মনে মনে উচ্চতা সম্পর্কে সম্পর্কে যাঁদের ভয় থাকে তাঁরাই শিকার হন এর। ছবি সৌজন্য-পিক্সাবে



উঁচু কোনও জায়গাতে যেতে হলে তা এড়িয়ে যান এই রোগে আক্রান্তরা। আর কোনও কারণে ওপরে উঠে গেলে চিন্তা করেন পড়ে না যাই। (ছবি সৌজন্য-পিক্সাবে)



এমনিতে একটা নির্দিষ্ট উচ্চতা স্বাভাবিক সবার জন্য। কিন্তু, তার থেকে একটু বেশি হলেই সতর্ক হয়ে যান অনেকে।



আমাদের মধ্যেই অনেকেই আছেন যাঁরা উঁচু জায়গা থেকে নিচের দিকে থাকলেই অস্বস্তিতে পড়ে যান। যেমন একটি ব্রিজ থেকে থাকলে হয়।



কিন্তু, যাঁরা উচ্চতাজনিত ভয়ের রোগে আক্রান্ত তাঁরা সিঁড়িতে ওঠার সময়, ব্যালকনিতে একা দাঁড়িয়ে থাকার সময় আচমকা ভয় পান।



কেউ কেউ আবার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বা উঁচু কোনও বিল্ডিংয়ের জানলা দিয়ে নিচে থাকিয়ে ভয় পান। (ছবি সৌজন্য-গেটি)



যে কোন বয়সের যাকে খুশি নিজের জালে জড়াতে পারে এই ধরনের ভয়ের রোগ। তবে ভয় পাওয়ার শুরুটা হয় শিশুকাল থেকে।



৩ থেকে ৬ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হন। এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হল আচরণগত থেরাপি। নেতিবাচক চিন্তা দূর হলেই মেলে মুক্তি। (ছবি সৌজন্য-পিটিআই)