ঠান্ডার সময় আপনার চোখ ফুলে গিয়েছে?
ক্রমাগত চোখ জ্বালা করছে? কেন জানেন কি?
ঠান্ডার সময়ে কনজাঙ্কটিভাইটিসের সমস্যাও ভোগায়
ক্ষতিকর ছত্রাকদের চোখরাঙানিতেই চোখের মণির চারপাশে লাল রং ধরে
শক্তিশালী অ্যাডিনো ভাইরাস চোখে সংক্রমণ ঘটায়
চোখ জ্বালা করলেও বার বার হাত দিয়ে কচলাবেন না
চোখ ফুলে গিয়ে ব্যথা হলে গরম সেঁক দিন
ড্রাই আইজ়ের সমস্যা ভোগালে আই ড্রপ দিতে পারেন
প্রচুর পরিমাণে সবুজ শাকসব্জি, মরসুমি ফল, মাছ খেতে হবে
রক্ত চলাচল স্বাভাবিক হলেই ফোলা ভাব কমে যাবে