বেশি গরম জল পান করলে অনেক সময় পেটে অস্বস্তি হতে পারে
শিশুদের হজমক্ষমতা বড়দের মতো শক্তিশালী নয়, তাদের গরম জল খাওয়ানো উচিৎ নয়
গরম পানীয় পান করলে মুখ ও খাদ্যনালী পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে
দুর্ঘটনা এড়াতে পান করার আগে সবসময় জল ঠান্ডা করে নিতে হবে
লিভারের অসুখ থাকলে গরম জল পান করা একেবারেই উচিৎ নয়
মাড়িতে ব্যথা কিংবা দাঁতের অন্য কোনও সমস্যা থাকলেও গরম জল খাওয়া উচিত নয়
হজমের গোলমাল আরও বাড়িয়ে দিতে পারে গরম জল খাওয়ার অভ্যাস
গরম জল পান করলে শরীর কষে যেতে পারে, তাই অযথা তা পান করা উচিৎ নয়
দাঁতে শিরশিরানির সমস্যা থাকলে খুব ঠান্ডা কিংবা গরম জল খেতে বারণ করেন চিকিৎসকেরা
গরম জল খেলে সত্যিই শরীরের নোংরা জিনিস বেরিয়ে যায়