ঘুমের মধ্যে কথা বলেন? ভয়ের কিছু নেই তো?

Published by: ABP Ananda
Image Source: pexels

অনেক মানুষকেই ঘুমের মধ্যে কথা বলতে বা কিছু বকবক করতে দেখা যায়

Image Source: pixabay

এই অভ্যাসের কারণে অনেক সময় সেই ব্যক্তির সঙ্গে ঘুমনো লোকেরাও ভয় পেয়ে যান

Image Source: pixabay

কেন মানুষ ঘুমের মধ্যে বকবক করে? এর কারণ ব্যাখ্যা করা যাক

Image Source: pexels

ঘুমের মধ্যে বকবক করা বা কথা বলার অভ্যাসকে প্যারাসমনিয়া বলে

Image Source: pexels

ঘুমের মধ্যে কথা বলার অনেক কারণ থাকতে পারে

Image Source: pexels

বহু লোকের ধারণা মানুষ স্বপ্ন দেখে, যার ফলে সে কিছু কথা বলতে শুরু করে

Image Source: pexels

এছাড়াও মানসিক চাপ, ক্লান্তি, ঘুমের অভাব, মদ্যপান এবং জ্বরও এর কারণ হতে পারে

Image Source: pexels

এটিকে ঠিক করতে পর্যাপ্ত ঘুম, কফি খাওয়া কমানো এবং মদ্যপান থেকে বিরত থাকা জরুরি

Image Source: pexels

দেখতে স্বাভাবিক লাগতে পারে, তবে প্রয়োজনে বিশেষজ্ঞ ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে

Image Source: pexels