কেন অনেকে সারাক্ষণই ক্লান্তি অনুভব করেন?

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকের দৌড়ঝাঁপের জীবনে ক্লান্তি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Image Source: pexels

অনেক লোককে সকালে উঠলেও অলস এবং ক্লান্ত লাগে।

Image Source: pexels

এইটা কেবল যে কাজবাজ করার জেরে হয়, তেমনটা কিন্তু নয়। সারাক্ষণ ক্লান্তি অনুভব করার পিছনে থাকতে পারে অন্য কারণও।

Image Source: pexels

ঘুমের অভাবের ফলে ক্লান্তি একটি সাধারণ কারণ।

Image Source: pexels

ভুল খাদ্যাভ্যাসের কারণে শরীর পর্যাপ্ত শক্তি পায় না।

Image Source: pexels

এছাড়াও, ডিহাইড্রেশন এর কারণেও একটানা ক্লান্তি ভাব অনুভূত হতে পারে।

Image Source: pexels

মানসিক চাপ শক্তি কমায়, ক্লান্তি বাড়ায়।

Image Source: pexels

বেশি কফি অথবা চা ঘুমের চক্রে ব্যাঘাত ঘটায়। পর্যাপ্ত ঘুম না হলেও ক্লান্তি আসে।

Image Source: pexels

হরমোনের ভারসাম্যহীনতার কারণে শক্তির মাত্রা কমে যায়। যার ফলেও ক্লান্ত লাগতে পারে।

Image Source: pexels