এসি রুমে টানা থাকার অভ্যেস আপনার?
অফিস ও বাড়ি দুটো জায়গাতেই এসি রুমে থেকে অভ্যস্ত?
এসি রুমে টানা থাকলে ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যায়
অ্যালার্জি এবং হাঁপানি রোগীদের জন্য টানা এসি রুমে থাকা ক্ষতিকর হতে পারে
এসি রুমে প্রাকৃতিক বাতাস আসে না, ফলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে
দীর্ঘ সময় এসির নিচে থাকলে মাংসপেশীতে ব্যথা হতে পারে
এসি থেকে নির্গত বাতাস মাথাব্যথার কারণ হতে পারে আপনার জন্য
ত্বকের শুষ্কতা রোধ করতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন
আর্থ্রাইটিসের সমস্যা এসি রুমে টানা থাকলে গাঁটে গাঁটে ব্যথা শুরু হবে
হাঁচি ও শুকনো কাশি বাড়তে পারে টানা এসি রুমে থাকার ফলে