কোলেস্টেরলের মাত্রা বাড়লে

শরীরের বিভিন্ন অংশে ব্যথা বাড়ে।

শরীরে মূলত দু’ধরনের কোলেস্টেরল।

হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ও লো ডেনসিটি লাইপোপ্রোটিন।

কোন কোন লক্ষণ দেখলে পরীক্ষা করাতেই হবে জানেন ?

আপনার পা, কোমরের নিচের অংশ, থাই এবং পায়ের পাতায় ক্র‍্যাম্প ধরছে ?

এই সমস্যা বারবার হলে এড়িয়ে যাবেন না মোটেই ৷

কোমরের উপরে ক্রমাগত ব্যথা হওয়াও কোলেস্টেরল বাড়ার লক্ষণ।

ঘাড় ও মাথার পিছনে ভীষণ ব্যথা হচ্ছে মাঝে মাঝেই?

কোলেস্টেরল বাড়ার লক্ষণ হতে পারে।

মনে হচ্ছে, হৃদপন্দন বেড়ে গিয়েছে ?

তাহলে কোলেস্টেরল পরীক্ষা তো করাতেই হবে।

কোলেস্টেরল বেশি মাত্রায় থাকলে

অনেক সময় ছোট ছোট থলির মতো ফুলে যায় চোখের আশপাশ। 

বাতের ব্যথা বা স্ট্রেস বলে উড়িয়ে দিচ্ছেন ক্রনিক ব্যথা-যন্ত্রণা ?

অবহেলায় বিপদ আসতে পারে।

মনে হচ্ছে, হৃদপন্দন বেড়ে গিয়েছে ?

ব্লাড প্রেসার চেক করান, সঙ্গে কোলেস্টেরলও।

ত্বক ফ্যাকাসে কিংবা নীলাভ হয়ে যাচ্ছে কি? 

এটাও কোলেস্টেরলের লক্ষণ।