লাল গাউন, খোলা চুলে সফট কার্ল, জন্মদিনে অন্যরকম সাজে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সদ্য জন্মদিন গিয়েছে তাঁর, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। মায়ের সঙ্গে শ্রীময়ী, সোশ্যাল মিডিয়ায় এই মিষ্টি ছবিটি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। শ্রীময়ীর জন্মদিনে হাজির ছিল দুটি বিশাল কেক। তার একটিতে ছিল শ্রীময়ীর ছবি, অন্যটিকে অভিনেত্রীর পছন্দের জিনিসের মিনিয়েটচার। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন শ্রীময়ী। অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক ও তাঁর স্ত্রী পিঙ্কি তাঁর বিরুদ্ধে দুব্যবহারের অভিযোগ করেছিলেন। যদিও কাঞ্চন ও শ্রীময়ী কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একাধিক ছবি ভাগ করে নেন তাঁরা। শ্রীময়ীর জন্মদিনের দিন কাঞ্চন ও তাঁর পোশাকে ছিল রঙমিলান্তি। দুজনেই লাল পড়েছিলেন তাঁরা। অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীময়ীর বাবা-মা, বন্ধু ও অভিনয় জগতের সহকর্মীরা। বন্ধুদের সঙ্গে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী