অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বেঁধে প্রথম বলিউডে কাজ শুরু করেছিলেন তিনি। তারপরে অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
একের পর এক হিট ছবি, অনবদ্য ফ্যাশান স্টেটমেন্ট আর নিজের ট্যালেন্ট দিয়েই তিনি মন জয় করেছেন বলিউড থেকে শুরু করে গোটা দেশের।
আজ বলিউডের সেই জনপ্রিয় তারকা, প্রথম সারির অভিনেতা রণবীর সিংহের জন্মদিন।
আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে অভিনয় জগতে আসেন রণবীর, তাঁর পুরো নাম রণবীর সিংহ ভাবনানী।
নিজের নাম থেকে ভাবনানী পদবী বাদ দিয়েছেন রণবীর। কারণ তাঁর মনে হয়, এই পদবী খুব ভারী করে তুলবে তাঁর নামকে।
ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল রণবীরের। আগ্রহ ছিল নাচেও। রণবীরের জন্ম মুম্বইতেই, প্রাথমিক পড়াশোনাও সেখানেই।
স্কুলে বিভিন্ন অভিনয়ে ও বিতর্কে অংশ নিতেন তিনি। কিন্তু পড়াশোনা শেষ করে রণবীরের মনে হয়, অভিনয়ে সুযোগ পাওয়া সোজা নয়।
রুপোলি পর্দার কোনও পূর্ব পরিচিতিও ছিল না তাঁর। অভিনয়ের আশা কার্যত ছেড়ে দিয়ে রণবীর প্রথমে বিভিন্ন এসেন্সির কপিরাইটার হিসেবে বিজ্ঞাপনে কাজ করেন।
এরপর কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। কিন্তু এরপর বিভিন্ন সংস্থায় নিজের পোর্টফোলিও পাঠানোর সিদ্ধান্ত নেন রণবীর।
গোলিয়োঁ কি রসলীলা, রামলীলা ছবির কাজ করতে গিয়ে দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্ক শুরু হয় রণবীরের। এরপর তাঁদের প্রেমপর্বের গল্প জানে গোটা বলিউড
সমস্ত দেখুন
শ্রীময়ীর জন্মদিনের অ্যালবাম
কেমন যাবে আজকের দিন
নিমের গুণে দূর হবে যাবতীয় সমস্যা
রোজ খান আখরোট