টেস্ট শতরানের ভিত্তিতে সবার আগে সচিন তেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের ঝুলিতে ৫১ টেস্ট সেঞ্চুরি। ৪৫ টেস্ট শতরান হাঁকিয়ে দুইয়ে জ্যাক কালিস। তিন নম্বরে রিকি পন্টিং। অজি কিংবদন্তি ব্যাটারের রয়েছে ৪১ টেস্ট শতরান। কুমার সাঙ্গাকারা রয়েছেন তাঁর পরেই। টেস্টে শ্রীলঙ্কার তারকা ব্যাটারের ঝুলিতে ৩৮ শতরান। পাঁচ নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। ৩৬ টেস্ট শতরান রয়েছে তাঁর। ৩৪ শতরান রয়েছে ব্রায়ান লারার। সুনীল গাভাসকার, ইউনিস খান ও মাহেলা জয়বর্ধনেরও সমসংখ্যক টেস্ট সেঞ্চুরি রয়েছে। অ্যালেস্টার কুকের ঝুলিতে রয়েছে ৩৩ শতরান। ৩২ টেস্ট শতরান রয়েছে স্টিভ স্মিথের। টেস্ট-সেঞ্চুরির বিচারে একই আসনে স্টিভ ও-ও। জো রুটের ঝুলিতে ৩০ টেস্ট শতরান। একই জায়গায় ম্যাথু হেডেন ও শিবনারায়ণ চন্দ্রপল। বাংলাদেশের বিরুদ্ধে ২৯ তম শতরান হাঁকিয়ে বিরাট কোহলি ও স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন কেন উইলিয়ামসন। একদিনের ক্রিকেটে অর্ধশতরানের সেঞ্চুরি করা বিরাট কেনকে টপকে যেতে পারেন কি না, সেটাই দেখার। (Image Source _ ABP Pics)