খুলে গেল কফি হাউসের নতুন শাখা। এবার ডায়মন্ড হারবারে। কলেজস্ট্রিট, যাদবপুর এবং শ্রীরামপুরের পর কফি হাউস সমবায় সমিতির উদ্যোগে আরও একটি। এনএইচ ১৭-র ওপরে সিকে সেন্টারে ৩৫০০ বর্গফুটের আধুনিক এই কফি হাউস খুলেছে। কফি থেকে কবিরাজি, ইনফিউসন থেকে পিঁয়াজ পকোড়া, হাজির সব আইটেমই। স্যান্ডউইচ থেকে মোগলাই, ফিশ ফ্রাই থেকে চিকেন ওমলেট, একই স্বাদে পাওয়া যাবে। বিপ্লবের নীরব সাক্ষী থেকে লিটল ম্যাগাজিনের আলোচনার আঁতুড়ঘর। কফি হাউস। সাদা পাগড়ি পরা ওয়েটারদের একইরকম ভাবে হাজির করবেন ফিশ ফিঙ্গারও। ১৯৫৮ সাল থেকে কফি হাউস পরিচালনার ভার নেয় কর্মচারী সমবায়। গঙ্গার তীরে নতুন কফি হাউজ রাজ্যের পর্যটনকে বাড়িয়ে তুলবে বলেই প্রত্যাশা। এসি ও নন এসি দুটি শাখা নিয়ে সকলের জন্য খুলে গিয়েছে ডায়মন্ড হারবার কফি হাউস।