ছিয়াত্তর বছর পেরিয়ে স্মৃতি

সে ইতিহাস ভুলে যাওয়ার কথা ছিল

হিরোসিমা-নাগাসাকি এক ক্ষতের ইতিহাস

আজও সে ক্ষতে প্রলেপ পড়েনি

জ্বলজ্যান্ত শহর কবরে

সেই বোমা বিস্ফোরণের মুহূর্ত

ইতিহাসের কান্না শোনা যায়

৭৬ বছর পরও মনে পড়ে

কলঙ্কিত দিনের সেই আতঙ্ক

আজও ঘোচেনি মানুষের মনের মধ্য থেকে

অমানবিক শব্দ সেখানে ক্ষুদ্র

বিশ্ব আজও বহন করে মানবতার সেই লজ্জাকে

বোমা বিস্ফোরণে লক্ষাধিক ছাড়িয়েছিল

বিধ্বংসী বোমার প্রতীক রূপে দাঁড়িয়ে সৌধ

পারমাণবিক রেশ বহন করেছিল জাপান

রোগে, জরায়অভ্যস্ত হয়ে উঠেছিল প্রাচ্যের এই দেশ

চোখের পলকে ধ্বংস হয় দুটি শহর

চারদিকে কান্নার আওয়াজও ছিল না

সবটাই তখন ভস্মীভূত

স্মৃতিগুলো থেকে যাবে আতঙ্ক হয়ে