সে ইতিহাস ভুলে যাওয়ার কথা ছিল
আজও সে ক্ষতে প্রলেপ পড়েনি
সেই বোমা বিস্ফোরণের মুহূর্ত
৭৬ বছর পরও মনে পড়ে
আজও ঘোচেনি মানুষের মনের মধ্য থেকে
বিশ্ব আজও বহন করে মানবতার সেই লজ্জাকে
বিধ্বংসী বোমার প্রতীক রূপে দাঁড়িয়ে সৌধ
রোগে, জরায়অভ্যস্ত হয়ে উঠেছিল প্রাচ্যের এই দেশ
চারদিকে কান্নার আওয়াজও ছিল না
স্মৃতিগুলো থেকে যাবে আতঙ্ক হয়ে