একে অপরকে রঙে রাঙিয়ে দিতে দেখা গেল বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভারকে কিছুদিন আগেই বিয়ে সেরেছেন করিশ্মা তান্না তিনিও হোলি সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন বিয়ের পর প্রথম হোলি, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে হোলি খেলতে দেখা গেল তাঁকে আজ হোলি, রঙের উতসব, সারাদেশ রঙিন উতসব পালন করছে আম জনতা থেকে তারকারা প্রত্যেকে হোলির রঙে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন সারা বছর অপেক্ষা করে থাকার পর অবশেষে এসে গিয়েছে রঙের উৎসব সারাদেশ এই দিনটায় বন্ধু, প্রিয়জন, আত্মীয়দের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন সকাল থেকে চলছে রং খেলা, কোথাও জল রং দিয়ে আবার কোথাও শুকনো আবির দিয়ে ভারতীয় হিন্দু সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোলি (holi) বা দোলযাত্রা