রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পরেই ঋণ আরও ব্যয়বহুল করতে শুরু করেছে ব্যাঙ্কগুলি।
সম্প্রতি ব্যাঙ্ক বা হাউজিং ফিন্যান্স কোম্পানি থেকে যারা গৃহঋণ নিয়ে বাড়ি কিনেছেন, তাঁরা পড়বেন বিপদে।
আরবিআই রেপো রেট 40 বেসিস পয়েন্ট বাড়ানোয় আপনার হোম লোনের EMI কতটা ব্যয়বহুল হবে তা জানুন।
যদিও রেপো রেট বৃদ্ধির পরে নতুন হার 7.25 শতাংশ হয়ে যাবে। যার ফলে এখন আপনাকে 15,808 টাকার ইএমআই দিতে হবে।
অর্থাৎ প্রতি মাসে 899 টাকা বেশি। বছরে আপনাকে 10,788 টাকা বেশি EMI দিতে হবে।
তবে এখানেই শেষ নয়। বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই রেপো রেট আরও বড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে ইএমআই-ও বাড়বে।