রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পরেই ঋণ আরও ব্যয়বহুল করতে শুরু করেছে ব্যাঙ্কগুলি।

সম্প্রতি ব্যাঙ্ক বা হাউজিং ফিন্যান্স কোম্পানি থেকে যারা গৃহঋণ নিয়ে বাড়ি কিনেছেন, তাঁরা পড়বেন বিপদে।

আরবিআই রেপো রেট 40 বেসিস পয়েন্ট বাড়ানোয় আপনার হোম লোনের EMI কতটা ব্যয়বহুল হবে তা জানুন।

6.85 শতাংশ সুদের হারে 20 বছরের জন্য 20 লক্ষ টাকার হোম লোন নিলে বর্তমানে আপনাকে 15,236 টাকার ইএমআই দিতে হচ্ছে।

যদিও রেপো রেট বৃদ্ধির পরে নতুন হার 7.25 শতাংশ হয়ে যাবে। যার ফলে এখন আপনাকে 15,808 টাকার ইএমআই দিতে হবে।

অর্থাৎ প্রতি মাসে 572 টাকা বেশি ইএমআই বাবদ কাটা হবে। বছরে এই অতিরিক্ত টাকার পরিমাণ 6,864 টাকা।

আপনি যদি 15 বছরের জন্য 6.95 শতাংশ সুদের হারে 40 লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন, তবে আপনাকে বর্তমানে 35,841 টাকার ইএমআই দিতে হচ্ছে।

কিন্তু রেপো রেট বৃদ্ধির ফলে সুদের হার বেড়ে 7.35 শতাংশ হবে। এর ফলে আপনাকে 36,740 টাকার ইএমআই দিতে হবে।

অর্থাৎ প্রতি মাসে 899 টাকা বেশি। বছরে আপনাকে 10,788 টাকা বেশি EMI দিতে হবে।

তবে এখানেই শেষ নয়। বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই রেপো রেট আরও বড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে ইএমআই-ও বাড়বে।

Thanks for Reading. UP NEXT

সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পড়বে আরও টাকা, কেন্দ্র নিতে পারে এই সিদ্ধান্ত

View next story