কাজ হোক বা বিনোদন, সবসময়ে আমাদের সঙ্গী মোবাইল।

দিনের অধিকাংশ সময়েই আমরা মোবাইলের সঙ্গে কাটাই। অফিসের টেবিল থেকে গাড়ি, যে কোনও জায়গায় রাখতে হয় মোবাইল।

এর ফলেই মোবাইল ফোনেও কিন্তু জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে। কোভিডের সময় সেই আশঙ্কা আরও বেশি।

দীর্ঘ ব্যবহারে ধুলো-আর্দ্রতা এবং ঘাম থেকেও ফোন নষ্ট হতে পারে। নিয়মিত সাফ রাখলে ফোনের আয়ুও ভাল থাকে।

ফোন বাঁচাতে প্রতিদিন বা অন্তত কিছুদিন অন্তর নিয়ম করে ফোনের সেট পরিষ্কার করা উচিত।

ফোন কীভাবে পরিষ্কার রাখা যায়, তা নিজেদের ওয়েবসাইটেই জানায় বিশ্বের তাবড় ফোন প্রস্ততকারক সংস্থা।

অ্যালকোহলজাতীয় জীবাণুনাশক বা ওয়াইপ ব্যবহার করা যায় ফোন সাফ করার ক্ষেত্রে।

ফোন সাফ করার সময় কখনও যেন জলের সংস্পর্শে না আসে ফোন। চার্জেও যেন না বসানো থাকে।

সিমকার্ডের ট্রে বের করে সিম এবং ট্রে দুটিই শুকনো কাপড় দিয়ে মুছতে হবে।

ফোনের স্পিকারের জায়গা সাবধানে শুকনো কাপড় দিয়ে মুছুন। ধুলো জমে থাকলে জোরে ফুঁ দিয়ে সাফ করার চেষ্টা করা যায়।