বেগুনি শাড়িতে গাঢ় জরির কাজ, মানানসই গয়নায় যেন দ্যুতি ছড়িয়ে পড়ছে মিমি চক্রবর্তীর।
উপলক্ষ্য বিশেষে শাড়ি থেকে গয়না, মিমির সাজ বাছাই বেশ লক্ষ্য করার মতোই।
নজর রাখা যাক মিমি চক্রবর্তীর বাছাই শাড়ি সাজগুলির ওপর।
সদ্য একটি অনুষ্ঠানের বেগুনি শাড়ির সঙ্গে গলায় চোকার ও কানে পাশা পরেছিলেন মিমি।
সদ্য আবার সংসদে ভাষণ দেওয়ার জন্য হালকা শাড়ি বেছেছিলেন মিমি।
হালকা শাড়ির সঙ্গে চুলে খুলে রেখেছিলেন মিমি, ছিল না গয়না।
উঁচু গলা বোটনেক ব্লাউজের সঙ্গে কালো পাড়ের অফ হোয়াইট শাড়িতে মিমির সাজ সারা।
বাঙালি উৎসবে আবার মিমিকে দেখা গিয়েছিল শাড়ির সঙ্গে ভারি সোনায় গয়নায়।
মায়ের শাড়িতে পাড় বসিয়ে তা পরেও সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন মিমি।
সাদামাটা হোক বা চোখ ঝলসানো, শাড়ি সাজে সবসময়েই অপরূপা মিমি।