আপনি কি চুলের পরিচর্যায় ভরসা করেন হট অয়েল ম্যাসাজে ?



রুক্ষ হয়ে যাওয়া চুলকে মোলায়েম, ঝলমলে করতে হট অয়েল ম্যাসাজ বেশ উপকারী।



কিন্তু অয়েল ম্যাসাজের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, তা ভাঙা যাবে না।



হট অয়েল ম্যাসাজের পদ্ধতিতে ভুল হলে কিন্তু লাভের বদলে ক্ষতিই হতে পারে।



হট অয়েল ম্যাসাজ করুন, আঙুলের ডগায় তেল নিয়ে। পুরো হাত দিয়ে নয়।



চুল আঁচড়ে ভাগ করে নিন। তারপর আঙুল দিয়ে অ্যাপ্লাই করুন তেল।



মনে রাখবেন, তেল যেন অতিরিক্ত গরম না হয়। হালকা গরম তেল ম্যাসাজ করুন।



তুলো তেলে ভিজিয়ে মাথার ত্বকে বুলিয়ে নিন। ঘষবেন না।



ম্যাসাজ করার পরে চুলের গোড়া আলগা হয়ে যায়। তাই চুল শক্ত করে বাঁধবেন না।



তেল লাগানোর আগে জট ছাড়িয়ে নিন। না হলে আরও জট পড়ে যাবে।