চুল ঘন দেখানোর জন্য কয়েকটি ট্রিকস অ্যাপ্লাই করে দেখতে পারেন। কম সময়ে চুলে এইসব কৌশল করা যায়। চুল এমনিতে পাতলা হলেও দেখতে ঘন লাগবে।

প্রতিদিন একইভাবে চুল আঁচড়াবেন না। বলা ভাল, সিঁথি করার অভ্যাস থাকলে তার জায়গা মাঝে মাঝে পরিবর্তন করুন।

চুল কার্ল করতে পারেন। অর্থাৎ হেয়ার স্টাইলিং টুল বা কার্লার ব্যবহার করে চুল কোঁকড়ানো করতে পারেন।

পাতলা চুল ঘন দেখানোর জন্য ব্যাক কোম্ব করতে পারেন। এর জন্য মোটা দাঁড় যুক্ত ফাঁকা ফাঁকা ডিজাইনের চিরুনি প্রয়োজন।

পাতলা চুল ঘন দেখানোর জন্য প্রয়োজন সঠিক চুলের ছাঁট। তাই হেয়ার কাট করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

আপনার মুখের আদল অনুসারে হেয়ার কাট বেছে নেওয়া প্রয়োজন। তাহলে আপনার লুকটাই একদম বদলে যাবে।

এছাড়াও সঠিক ভাবে চুলের যত্ন করা প্রয়োজন যাতে চুল পড়া বা অন্যান্য সমস্যা দূর হয়।

চুলে ব্লো-ড্রাই ব্যবহার করতে পারেন। এর ফলে চুল ফুলে ফেঁপে থাকে। আদতে পাতলা হলেও চুল দেখতে ঘন লাগে।

তবে ব্লো-ড্রাই চুলের স্বাস্থ্য খারাপ করে দেয়। অতএব এই কৌশল প্রয়োগের আগে চুলে হিট রেজিসট্যান্ট স্প্রে লাগিয়ে নিন। তাহলে ক্ষতি তুলনায় কম হবে।

সর্বোপরি চুলের সঠিক ভাবে যত্ন করা দরকার। তাহলে আপনার পাতলা চুল ধীরে ধীরে ঘন হয়ে যাবে।