ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'পিলু', নাচের অনুষ্ঠানে মাতিয়ে আসা মেঘা বর্তমানে মাতিয়ে রেখেছেন ধারাবাহিকের দর্শকদেরও পর্দায় অভিনেতা গৌরব রায়চৌধুরীর সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রিও নজর কাড়ছে দর্শকদের পর্দার 'পিলু' ওরফে মেঘা সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়, নানা সময়ে নানা ছবি কিংবা ভিডিও পোস্ট করে থাকেন 'পিলু'র গ্ল্যামার জগতে প্রবেশ রিয়েলিটি শোয়ের সৌজন্যে, নাচের অনুষ্ঠানের ফাইনালিস্ট হয়ে আগেই মন জিতে নিয়েছিলেন দর্শকদের এখনও ছোট পর্দার দর্শকদের ঘরে ঘরে রোজ পৌঁছে যান, তবে, নাচের জন্য নয়। অভিনয়ের জন্য পর্দার 'পিলু'কে যেভাবে দেখে অভ্যস্ত দর্শকেরা, তিনি মোটেই শুধুমাত্র তেমন নন বরং, পর্দার বাইরের মেঘাকে দেখলে চিনতে ভুল করতে পারেন অনুরাগীরা 'পিলু' চরিত্রে মেঘাকে সারাক্ষণই শাড়ি, গয়নায় দেখা যায়, বাস্তবে কিন্তু তিনি ওয়েস্টার্ন পোশাকেও দারুণ সাবলীল মেঘা দাঁ-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে নানা ক্যামেরাবন্দি মুহূর্ত নজর কাড়ে কখনও তাঁকে দেখা যায় দুবাই ভ্রমণে, আবার কখনও অন্য কোথাও, বেড়াতে যেতে যে তিনি বেশ পছন্দ করেন, তা বলাই বাহুল্য