চুলের যত্ন নেওয়ার নানা উপায় রয়েছে। বিশেষত ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়া সম্ভব।

কীভাবে চুলের যত্ন নিতে হবে? তালিকায় রাখতেই হবে কোন কোন উপাদান?

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে কফি ব্যবহার করা যেতে পারে। এতে রয়েছে উপাদান যা চুলে পুষ্টি জোগায়।

চুলের বৃদ্ধিতে সাহায্য

কফিতে উপস্থিত ক্যাফেইন চুলের পুষ্টি বৃদ্ধি করে। তাতে চুলে বৃদ্ধিও হয়।

চুল পাতলা হওয়া প্রতিরোধ করে

চুলের শুষ্কতা দূর করে কফিতে উপস্থিত ক্যাফেইন। পাশাপাশি চুল পড়া রোধ করে।

খুসকি দূর করে

স্ক্যাল্প পরিষ্কার করে কফি। পাশাপাশি ফাঙ্গাস, খুসকি দূর করে।

প্রাকৃতিক রং

কফি দিয়ে চুল ধুলে প্রাকৃতিক রং হিসেবে কাজ করে। পাকা চুল প্রাকৃতিক উপায়ে কালো করে।